Skip to content
digital marketing course

বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ

Best Digital Marketing Course in Bangladesh

আমাদের তরুণ বন্ধুরা প্রায়ই জবের জন্য রিকোয়েস্ট করে; কিন্তু অনেকেই কোম্পানিতে উপযুক্ত দক্ষ জনবলের অভাবে প্রজেক্ট শুরু করতে পারেননা! এখন আপনারাই বলেন আসলে সমস্যা টা কোথায়? yes problem is here. আমাদের তরুণরা কেবল সার্টিফিকেট ধারী শিক্ষিত; কর্মোপযোগী শিক্ষায় তারা নিজেদের দক্ষ করে গড়ে তুলেনি; যেখানে উন্নত বিশ্ব প্রতিনিয়ত আউটসোর্সিং করিয়ে নিতে চায় তাদের কাজগুলো; বেশ কর্মসংস্থানের সুযোগ; অথচ তরুণরা বেকার; ঘুষ দিয়ে চাকরি নিতে চায়; লক্ষ টাকা খরচ করে ভিন্নদেশে চাকরির উদ্দেশ্যে পাড়ি জমায়; কিন্তু নিজের ঘরে বসে ভিন্ন দেশের কাজ করে আয়ের সুযোগ পাচ্ছেন; সেখানে কেন নিজেরা নিজেদের তৈরী করছেন না; কেবল ভাষাগত দক্ষতা আর প্রযুক্তির দক্ষতা থাকলেই আপনি খুব ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ পেতে পারেন; আশাকরি তরুণ বন্ধুরা বুজতে পেরেছেন জব মানে কোনো আবেগ নয়; জব মানে কাজ; আর সঠিক কাজ মানে হচ্ছে আয়; আর আয় বা উপার্জন হচ্ছে আপনার ক্যারিয়ার।

কোম্পানিগুলোতে একজন ডিজিটাল মার্কেটারের কাজের ক্ষেত্রে যেরকম তৈরি হচ্ছে ঠিক সেভাবে অনলাইন মার্কেটপ্লেস গুলোতেও ডিজিটাল মার্কেটিং এর ছোট বড় কাজের জন্য ক্লায়েন্টরা প্রতিদন জব পোষ্ট করে যাচ্ছে। এই দুটি ক্ষেত্র ছাড়াও নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি শেখার প্রয়োজনীয়তা অনেক। মডারেট বাজেটে ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় কাস্টমার এনগেইজমেন্ট থেকে শুরু করে সেলস জেনারেশন কার্যক্রম গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটকে পিছনে ফেলে দিয়েছে।

পৃথিবীকে বদলানোর আগে বদলাতে নিজেকে হয়, আর নিজেকে বদলাতে পারলে সফলতা ধরা দেয় হাতের মুঠোয়। পৃথিবী বিখ্যাত কোম্পনী ডিজনীর প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনী বলেছেন “ যে স্বপ্নে দেখতে পারে সে তা বাস্তবায়ন করতে পারে”। তাহলে স্বপ্ন দেখার মানে কি? স্বপ্ন দেখার মানে হল নিজের লক্ষ কে স্থির করা, স্থিরকৃত লক্ষের জন্য কাজ করে নিজের অবস্থান কে শক্ত করা, নিজের সঠিক সক্ষমতা তৈরি করা আর এর পেছনে রীতিমত লেগে থাকা। সঠিক সময়ে লক্ষ স্থির করে লেগে থাকলে আপনি আপনাকে বদলে ফেলতে পারবেন।

করোনা ইস্যুতে গোটা দুনিয়া আজ ভয়াবহ পরীক্ষার সম্মূখীন। করোনা পরবর্তী বিশ্বের মানুষের ক্যারিয়ারে আসবে আমূল পরিবর্তন। আপনি যদি পরিবর্তনের সাথে নিজকে যোগ্য করে তুলেন, তাহলে করোনা পরবর্তী বিশ্বে ক্যারিয়ার গড়তে আপনাকে খুব বেশি স্ট্রাগল করতে হবেনা। কোভিড – ১৯  এর লক ডাউন উঠে যাওয়ার পর সবাই এটা খুব ভালোভাবে ফিল করবে, ক্যারিয়ারে আমাদের এমন কিছু কাজ শিখে রাখা উচিত যা দিয়ে আমরা ঘরে বসে অথবা পৃথিবীর যেই কোন যায়গায় থেকে নিজেরা যাতে নিজের সার্ভিসটি প্রোভাইড করতে পারি। আগামীর বিশ্বে তাই ই-কমার্স মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল সেলস, অনলাইন লার্নিং এগুলো যথেষ্ট এগিয়ে যাবে, কারণ করোনার পরে মানুষ চেষ্টা করবে বাসার বাইরে না গিয়ে দৈনন্দিন কাজগুলো সহজে করে ফেলতে। বিশ্বখ্যাত ডিজিটাল এজেন্সি নেটওয়ার্ক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, করোনা পরবর্তী বিশ্বে ডিজিটাল মার্কেটিং, রিমোর্ট ওয়ার্কিং এর প্রভাব হবে অনেক বেশি, আর বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়।

আর আপনার রিমোট ওয়ার্কার বা ফ্রিল্যান্স ডিজিটাল সার্ভিস প্রোভাইডার হওয়ার স্বপ্ন কে বাস্তবায়ন করার জন্য বাইটকোড সফট নিয়ে এসেছে ৬ মাসের ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম। এই ৬ মাসের প্রোগ্রামে আপনি কমপ্লিট ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন।  আন্তর্জাতিক মার্কেটপ্লেসে (যেমনঃ আপওয়ার্ক/ফাইভার/পিওপল পার আওয়ার/হাবস্টাফ/রিমোটকো ইত্যাদি) এবং সেই সাথে আপনি বাংলাদেশের বাজারেও (ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা কর্পোরেট কোম্পানিতে) কাজ করার সর্বোচ্চ সক্ষমতা অর্জন করবেন। আমাদের মেন্টর হিসেবে রয়েছেন গুগুল সার্টিফাইড দেশসেরা ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্ট , মাহবুবওসমানী, আরো রয়েছেন দেশের প্রথম সারির বিপিও এজেন্সির ( BPOEngine.com ও বাইটকোড সফটের) সিটিও জাহিদুল ইসলাম স্যার সহ আরো অনেকে।

ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় আপনাকে দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, কার্যকরী সব পদ্ধতি ও বাস্তব অভিজ্ঞ্তা কেন্দ্রিক আলোচনা নিয়ে অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট মাহবুব ওসমানী এবং বাইটকোড সফটের পরিচালনায় আয়োজন করা হয়েছে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল লেভেলের চমৎকার এই কোর্সটি।

ডিজিটাল মার্কেটিং কি?

সাধারণত “মার্কেটিং কি?” সেটা আমরা সবাই জানি । আর বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় মাধ্যম হল ইন্টারনেট ভিত্তিক মার্কেটিং যার নাম দেয়া হয়েছে ডিজিটাল মার্কেটিং। সহজ অর্থে ডিজিটাল প্রযুক্তি (ইন্টারনেট সেবা) ব্যবহার করে কোন পণ্য বা সেবার মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) বলে।

কাদের জন্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এর এই প্রোগ্রাম?

বেস্ট ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটি সাজানো হয়েছেই এই তিন ক্ষেত্রের মানুষদের কথা চিন্তা করে। কোর্সটিতে ডিজিটাল মার্কেটিং এর প্রতিটা চ্যানেল এবং চ্যানেলগুলো ব্যাবহার করে কিভাবে একটি সফল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কিভাবে সার্চ ইঞ্জিনে পেইড ক্যাম্পেইন শুরু করা যায়, সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো সেট আপ করে কিভাবে ভাইরাল কনটেন্ট দিয়ে অপটিমাইজ করা যায়, সফল ইমেইল ক্যাম্পেইন তৈরি এবং সর্বশেষে কিভাবে গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং একই সুতোয় নিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে।

1. যারা একেবারে প্রথম থেকে মার্কেটিং শিখতে চান 
2. যারা ভুল মার্কেটিং করে হতাশ 
3. যারা অনলাইনে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন 
4. ই-কমার্স বা এফ-কমার্স  বিজনেস শুরু করতে চাচ্ছেন
5. নিজের বিজনেসের মার্কেটিং নিজেই করতে চান এমন
6. মার্কেটিং এজেন্সি বিজনেস শুরু করতে চান
7.যারা বাড়ি বসে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন 
8. সঠিক ফেসবুক মার্কেটিং শিখার জন্য 
9. মার্কেটিং ফানেল জানার জন্য 
10. লং-টাইম মার্কেটিং সিস্টেম তৈরি করা শেখার জন্য 
11. ডাটা কালেক্ট করে কিভাবে সেল ডাবল করা যায় 
12. অনলাইনে বিষয়ে যে কোন সমস্যা সমাধানের পদ্ধতি শেখার জন্য 

13. সঠিক গাইড লাইনের মাধ্যমে অনলাইন বিজনেস শুরু করার জন্য
14. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
15. যারা ই-কমার্স মার্কেটিং কে আরো একধাপ এগিয়ে নিতে চান
16. বিভিন্ন কোম্পানীর পরিচালক
17. যারা অনলাইন ফ্রিল্যান্সিং করতে আগ্রহী
18. যারা বিভিন্ন মার্কেটিং এজেন্সিতে কাজ করছেন
19. যারা ডেটাভিত্তিক ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতে চান
20. ব্যাবসায়িক উদ্যোক্তা, যারা নিজের ব্যাবসার মার্কেটিং ও সেলস এ সামনে থেকে নেতৃত্ব দিতে চান।
21. মার্কেটিং ও সেলস প্রফেশনাল
22. বিবিএ ও এমবিএ তে পড়া শুনা করছেন
23. ব্রান্ড ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেন
24. যারা ডিজিটাল মার্কেটিং এ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী

পেশা হিসাবে ডিজিটাল মার্কেটিং কেমন হবে?

আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি পৃথিবীর বড় বড় ৩/৪ টি কোম্পানির নাম বলুন।
অবশ্যই প্রথম সারির ১০ টি কোম্পানির মধ্যে নাম থাকবে, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক এবং গুগুলের, তাই নয় কি?
এইবার চিন্তা করুন, কেন তারা শীর্ষে? কারন তারা টেকনোলোজি ব্যাবহার করে তাদের কোম্পানির সার্ভিস এবং প্রোডাক্টকে দ্রুত পরিবর্তন করেছে, তারা সবসময় চিন্তা করছে কিভাবে মানুষকে আরেকটু বেটার সার্ভিস দেয়া যায়, কিভাবে আরেকটু বেটার করা যায় মানুষের জীবন এবং কিভাবে মানুষের লাইফে একটু বেশি ভ্যালু এড করা যায়।

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের ৪ টি বড় সুবিধা!

  • Become an In-Demand Professional
  • Benefit from More Career Choice
  • Get Paid More Than Your Peers
  • You Can Kick Start Your Own Career

কিছু প্রতিষ্ঠানে নিউ ডিজিটাল জব

এই বছরে Ryanair  200 জব তৈরি করেছে, যার মাক্সিমাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড,  Taoiseach Enda Kenny ডিজিটাল ওয়েব সামিটে ৪০০ নতুন ডিজিটাল মার্কেটিং জবের কথা এনাউন্স করেছে, যেখানে কিছু জব রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড।, লিঙ্কডইন খুব শিগ্রই তার workforce কে ডাবল করবে নতুন ১২০০ স্টাফ নিয়ে এবং মাইক্রোসফট নতুন ১০০ ডিজিটাল গ্র্যাজুয়েট হায়ার করবে

আর এই পরিবর্তন টা হচ্ছে ডিজিটাল টেকনোলোজিকে ব্যাবহার করে। এইবার আপনি চিন্তা করুন, কেনো আপনার যাওয়া উচিতঃ

১। ডিজিটাল টেকনোলজির দিকে,
২। ডিজিটাল মার্কেটিং এর দিকে,
৩। ডিজিটাল ইনোভেশনের দিকে,
৪। ডিজিটাল ভাবে অটোমশনের দিকে।

যারাই প্রতিনিয়ত পরিবর্তন আনবে, তারাই টিকে থাকবে, তারাই উন্নতি করবে, তারাই লং টাইম স্টে করবে। তো কে কে এই পরিবর্তনের সাথে যুক্ত হতে চান? Welcome to BytecodeSoft.com – Digital Marketing Course,

এই বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি শেখানো হবেঃ

1. ডিজিটাল মার্কেটিংঃ সংজ্ঞা, মিথ ও বাস্তবতা, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রসমূহ
2. মার্কেটিং স্ট্রাটেজি
3. সেলস ফানেল
4. মার্কেট রিসার্চ
5. কিওয়ার্ড রিসার্চ,
6. কন্টেন্ট রাইটিং, কপিরাইটিং Blogging, ও স্টোরি টেলিং।
7. কনটেন্ট স্ট্র্যাটিজি, কনটেন্ট মার্কেটিং/Inbound Marketing
8. এসইও, পিপিসি এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং
9. গুগল এনালাইটিক্স ও এডওয়ার্ডস,গুগল ডিসপ্ল্যে নেটওয়ার্ক, অনলাইন এনালিটিকস, শপিং এড,
10. এস এম এস ও ইমেইল মার্কেটিং
11. ফেসবুক মার্কেটিং, এডভার্টাইজমেন্ট ও ROAS,
12. ভিডিও ও ইউটিউব মার্কেটিং
13. পিন্টারেস্ট ও ইন্সটাগ্রাম মার্কেটিং

14. লিংকডইন মার্কেটিং
15. ডিজিটাল মার্কেটিং অটোমেশন, ডিজিটাল মার্কেটিং টুলস ও ট্রিকসন
16. কম্পিটিটর এনালাইসিস
17. মার্কেটিং এনালাইটিক্স ও রিপোর্টিং
18. মোবাইল মার্কেটিং
19. লোকাল বিজনেস মার্কেটিং
20. ইকমার্স প্রোডাক্ট ও ওয়েবসাইট মার্কেটিং
21. কনভার্শন রেট অপ্টিমাইযেশন ( CRO ) , কেপিআই, ROI, কনভার্শান ফানেল
22. একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট যা যা থাকা উচিত, ওয়েবসাইটের কনটেন্ট ডেভলপমেন্টে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ. ওয়েবসাইটের গোল এবং ইভেন্ট ট্র্যাকিং
23. রেপুটেশন ম্যানেজমেন্ট
24. এই আই ( AI ) এন্ড আইওটি ইন ডিজিটাল মার্কেটিং
25. E-tail (Online Listing)/Website V/s Market Place

কিছু কন্টেন্ট আরেক্টু বিস্তারিত দেখে নিন নিচের টেবিল থেকেঃ

1. ডিজিটাল মার্কেটিং কি?
1. ৩ ধরণের ডিজিটাল মার্কেটিং প্রপার্টি
2. ট্রেডিশানাল মার্কেটিং বনাম ডিজিটাল মার্কেটিং
3. কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে
4. কোর্সটি শেষ করার পর কিভাবে ফ্রীল্যান্সিং জব পেতে পারেন
5. কুইজ – ডিজিটাল মার্কেটিং পরিচিতি

2. ডিজিটাল মার্কেটিং প্ল্যান এবং স্ট্র্যাটিজি
1. কি, কেন এবং কিভাবে
2. বিজনেস প্ল্যান এবং স্ট্র্যাটিজি নির্ধারণ
3. ব্র্যান্ড প্ল্যান এবং স্ট্র্যাটিজি নির্ধারণ
4. মার্কেটিং প্ল্যান এবং স্ট্র্যাটিজি নির্ধারণ
5. ক্যুইজ – মার্কেটিং প্ল্যান ও স্ট্র্যাটেজি পরিচিতি

3. ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রসমূহ
1. প্রচলিত ডিজিটাল মার্কেটিং টার্মস
2. ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলসমূহ
3. ওয়েবসাইট ডেভলপমেন্টে বিবেচ্য বিষয়সমূহ
4. একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইটের ক্ষেত্রসমূহ
5. ডোমেইন নেইম নির্ধারন
6. ওয়েবসাইট এর UI/UX এবং ডেভলপমেন্ট
7. নিজের ওয়েবসাইট নিজে যেভাবে ডেভলপ করতে পারেন
8. ওয়েবসাইটের কপি ও কনন্টেন ডেভলপমেন্ট
9. বেসিক ওয়েব এনালিটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার ইন্সটল করুন
10. ক্যুইজ – ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রসমূহ

4. ওয়েব এনালিটিক্স ফাউন্ডেশন
1. গুগল এনালিটিক্স পরিচিতি
2. কিভাবে গুগল এনালিটিক্স কাজ করে
3. গুগল এনালিটিক্স এর প্রধান ৪ টি ক্ষেত্র
4. গোল এবং ইভেন্ট ট্র্যাকিং নির্ধারণ
5. কনভার্সন ফানেল
6. কি পার্ফরমেন্স ইন্ডিকেটরস নির্ধারণ
7. এট্রিবিউশন মডেল কি এবং কেন
8. ক্যুইজ – ওয়েব এনালিটিক্স ফাউন্ডেশন

5. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
1. এসইও যেভাবে কাজ করে
2. গুরুত্বপূর্ণ এসইও অপটিমাইজেশন ক্ষেত্রসমূহ
3. কি-ওয়ার্ড কি?
4. কি ওয়ার্ড এনালাইসিস
5. কম্পিটিটরদের কি-ওয়ার্ড এনালাইসিস
6. এসইও এর জন্য ওয়েবসাইট এর কন্টেন্ট স্ট্র্যাটিজি
7. লোকাল এসইও বনাম ইন্টারন্যাশনাল এসইও
8. ক্যুইজ – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনমূহ

6. সার্চ এবং ডিসপ্ল্যে মার্কেটিং
1. সার্চ ইঞ্জিন মার্কেটিং কি?
2. গুগল সার্চ ক্যাম্পেইন শুরু করার প্রক্রিয়া
3. ডিসপ্লে ক্যাম্পেইন কি?
4. ডিসপ্লে ক্যাম্পেইন শুরু করার প্রক্রিয়া
5. রিমার্কেটিং ক্যাম্পেইন কি?
6. রিমার্কেটিং ক্যাম্পেইন শুরু করার প্রক্রিয়া
7. ক্যাম্পেইন অপটিমাইজেশন
8. ক্যুইজ – সার্চ, ডিসপ্লে ও রিমার্কেটিং ক্যাম্পেইন

7. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
1. সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং প্ল্যান
2. ফেইসবুক মার্কেটিং
3. লিঙ্কডইন মার্কেটিং
4. ইন্সটাগ্রাম মার্কেটিং
5. টুইটার মার্কেটিং
6. পিনটারেস্ট মার্কেটিং
7.ক্যুইজ – শোশ্যাল মিডিয়া মার্কেটিংনমূহ

8. ভিডিও মার্কেটিং
1. ভিডিও মার্কেটিং এর গুরুত্ব
2. ভিডিও কনটেন্ট বানানোর উপায়
3. ইউটিউবে ভিডিও কনটেন্ট পাবলিশ
4. ভিডিও মার্কেটিং ম্যাট্রিক্স
5. ক্যুইজ – ভিডিও মার্কেটিং

9. ইমেইল মার্কেটিং
1. ইমেইল মার্কেটিং কি
2. ইমেইল মার্কেটিং প্ল্যান
3. ইমেইল মার্কেটিং টুলস
4. ইমেইল মার্কেটিং ম্যাট্রিক্স
5. ক্যুইজ – ইমেইল মার্কেটিং

10. কনটেন্ট মার্কেটিং
1. কনটেন্ট মার্কেটিং কি?
2. কনটেন্ট মার্কেটিং প্ল্যান
3. ব্লগ এর বিবেচ্য বিষয়সমূহ
4. ক্যুইজ – কনটেন্ট মার্কেটিং

11. ইনফ্লুয়েন্সার মার্কেটিং
1. ইনফ্লুয়েন্সার হান্ট
2. ইনফ্লুয়েন্সারদের কাছে মার্কেটিং
3. ইনফ্লুয়েন্সারদের দ্বারা মার্কেটিং
4. ইনফ্লুয়েন্সারদের সাথে মার্কেটিং

12. মোবাইল মার্কেটিং
1. মোবাইল মার্কেটিং কি
2. এসএমএস মার্কেটিং
3. এসএমএস মার্কেটিং ম্যাট্রিক্স

13. এডভান্সড ডিজিটাল মার্কেটিং
1. ক্যাম্পেইন অপটিমাইজেশন
2. এ/বি টেস্টিং
3. এফিলিয়েট মার্কেটিং
4. ক্যুইজ – এডভান্স ডিজিটাল মার্কেটিং

14. নেক্সট স্টেপ – ডিজিটাল মার্কেটিং
1. ফ্রিল্যান্সার হিসাবে কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করবেন
2. ডিজিটাল মার্কেটিং এ ভালো প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার উপায়

এছাড়াও বেস্ট এই কোর্স এ থাকছে প্রয়োজনীয় টুলস, টেম্পলেট, প্রিন্টেড পিডিএফ অনলাইন গাইডলাইন ও কোর্স পরবর্তী লাইফটাইম সাপোর্ট।

কে শিখাবেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এর এই কোর্স?

মুল প্রশিক্ষক জনাব মাহবুবওসমানী (Mahbub Osmane) বিগত ১০ বছর ধরে ব্রান্ড ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্পোরেট ব্র্যান্ড এর সাথে। প্রশিক্ষন হিসেবে সেবা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট সহ, বাইটকোড, বিল্যান্সার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এছাড়া আরো আছেন খলিল স্যার, জাহিদ স্যার এবং পারভেজ স্যার।

এই ডিজিটাল মার্কেটিং কোর্সের মেন্টর প্রোফাইলঃ

কেন ডিজিটাল মার্কেটিং এর এই কোর্স?

আমরা বিশ্বাস করি, একজন অগ্রপথিকই অন্যদের পথের নির্দেশনা দিতে পারেন। তাই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকের তত্বাবধানে পরিচালিত এই ওয়ার্কশপে আপনি পাবেন এক অনন্য দিকনির্দেশনা, গোপন ফর্মূলা ও কার্যকরী পদ্ধতিসমূহ যা কেবল প্রফেশনালরাই ব্যাবহার করে থাকেন।

ডিজিটাল মার্কেটিং কোর্সের আগের ছাত্রদের ফিডব্যাক দেখুন

যেভাবে এই কোর্সে জয়েন করবেন ?

যদিও এই ডিজিটাল মার্কেটিং মাষ্টার কোর্সের মূল্য মিনিমাম ১০ হাজার টাকা – কিন্তু  সবার কথা ভেবে অনেক ছাড়ে আপনাদের জন্য এই প্রোগ্রাম দিচ্ছে। তবে যে অনলাইনে বিজনেস করতে চায় তার জন্য এটা হতে পারে সেরা ইনভেস্টমেন্ট। কারন একেবারে লাইভ কেস স্টাডিতে সবকিছু খুঁটিনাটি দেখানো হবে প্লাস যে কোন সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ।

​কোর্স ফি = ০,০০০ টাকাআজকের প্রাইজ  ( ২৫% ছাড়ে) ৭৫০০ টাকা মাত্র, দুই ইন্সটলমেন্টে টাকা পরিশোধ করা যাবে।

বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স এর জন্য কিভাবে পেমেন্ট করবো?

  •  বিকাশ / নগদ পার্সোনাল একাউন্টঃ ০১৭১৬ ৯৮৮ ৯৫৩
  • Islami Bank Bangladesh Ltd: BytecodeSoft.com, 20501770100483200, Gulshan Corporate Br অথবা MahbubOsmane.com, 2050 1770 100 4827 04, Gulshan Corporate Br
  • অথবা সরাসরি অফিসে এসে।
  • পে করার পর মোবাইল নাম্বার আর ট্রানজেকশন আইডি এই পেইজে ( https://www.facebook.com/bytecodesoft/inbox/) মেসেজ দিতে হবে
  • কনফার্মেশন সহ আপনাকে ২৪-৪৮ ঘন্টার মাঝে সিক্রেট গ্রুপে এড করে নেয়া হবে।

বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স কবে ও কখন হবে?

  • তারিখঃ প্রতি ইংরেজি মাসে আমাদের ২ টি ব্যাচ চালু হয়, ১ তারিখ ও ১৬ তারিখ ( সপ্তাহে 2 টি ক্লাস, শনি ও বুধবার )
  • সময়ঃ ৪৮ ঘন্টা, টোটাল ৩২ টি ক্লাস, প্রতি ক্লাস দেড় ঘন্টা।
  • ব্যাচ সংখ্যাঃ ২ টি ( সন্ধ্যা ৯ঃ৩০ থেকে রাত ১০ টা )
  • আসন সংখ্যাঃ ২০-৩০ জন (জুম অনলাইনে অথবা আমাদের অফিসে এসে অফলাইনে করতে হবে )

কোথায় হবে?

জুমের মাধ্যমে অনলাইন ক্লাস অথবা অফলাইনে অফিসে এসে করতে পারবেন।

কি কি পাবো?

  • নিশ্চিত লার্নিং দেন আর্নিং।
  • দক্ষ প্রশিক্ষকের তত্বাবধানে হাতে কলমে ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ।
  • সাপোর্ট পোর্টালের মাধ্যমে ইনকাম না হওয়া পর্যন্ত বিশেষ সাপোর্ট।
  • কোর্স পরবর্তি গ্রুপের মাধ্যমে আজীবন ফ্রি মেন্টরিং সাপোর্ট।
  • সার্টিফিকেট + জব

বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ অথবা  ০১৬০৯ ৮২০০৯৪ অথবা ০১৭৩৭ ১৯৬ ১১১ প্লেসমেন্ট অফার।

বিনামূল্যে করুন ডিজিটাল মার্কেটিং কোর্স!

আপনি যদি খুব গরীব হয়ে থাকেনঃ

1. আমরা আপনাকে 32 টি ক্লাসে 50+ ঘন্টা ট্রেনিং করাবো, বাকি 50 ঘন্টা প্রাক্টিকাল কাজ দিবো। ৫০ টি ক্লাস শেষ করতে আমাদের প্রায় ৪/৫ মাস সময় লাগবে।
2. ক্লাস হবে অনলাইনে ঝুমের মাধ্যমে, শুক্রবার ব্যাতিত প্রতিদিন রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
3. এক্সসিডেন্টলি কোন ক্লাস মিস হলে তার রেকর্ড পাবেন, তবে আপনাকে রেজিস্ট্রেশন ফি 2000 টাঁকা বিকাশে দিতে হবে। যা কোর্স বাবদ কিছু জিনিসপত্র কিনতে খরচ হবে, যেমনঃ জুমের ৩ মাসের ফি লাগবে প্রায় ৫০০০ টাঁকার মতো, এমন আরো কিছু খরচ করতে হবে আমাদেরকে।
4. যেহেতু এই কোর্স আমরা আপনাকে ফ্রি করাচ্ছি, তাই আমাদের সাথে অঙ্গীকার করতে হবে আপনি আমাদেরকে কোর্স শেষে অথবা রানিং অবস্থায় ২০০ ঘন্টা কাজ করে দিবেন, এবং এই কাজ থেকে প্রফিটের একটা অংশ আপনাকে শেয়ার করা হবে, যদি হয়। এই অংশটা এই জন্য করা, যাতে আপনি অনলাইন অথবা অফলাইন থেকে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার হিসাবে রিয়েল কাজের অভিজ্ঞতা নিতে পারেন, এবং ৬ মাস পর নিজে নিজে ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করতে পারেন।
5. উপরের শর্তগুলো মানতে পারলে আমরা নেক্সট থেকে ক্লাসে জয়েন করার লিংক দিয়ে দিবো, আর ক্লাসের ভিডিও এবং দরকার হলে কিছু ব্যাকআপ ক্লাস দিয়ে দিবো, ইংশাআল্লাহ্‌। রাজি হলে আমাদেরকে বিকাশে ০১৭১৬ ৯৮৮ ৯৫৩ নামবারে 2000 টাঁকা পাঠিয়ে আমাদেরকে পেইজের ইনবক্সে ( https://www.facebook.com/BytecodeSoft/inbox ) ট্রানজেকশন আইডি এবং মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে অথবা কোন প্রশ্ন থাকলে পেইজের ইনবক্সে জিজ্ঞাসা করতে হবে। আগের ছাত্রদের কিছু ফিডব্যাক দেখতে হলে এই লিংক ( https://wp.me/P6Pkrn-3te ) ভিজিট করুন, ধন্যবাদ।

A Professor explained Marketing to MBA students.

1) You see a gorgeous girl at the party, you go to her & say I am rich, marry me. – “That’s direct marketing.”
2) You attend the party & your friend goes to a girl & pointing at you tells her. He is very rich, marry him.-“That’s advertising”
3) A girl walks to you & says u are rich, can u marry me?-“That’s brand recognition”
4) You say I’m very rich marry me & she slaps u. – “That’s customer feedback”
5) You say I’m very rich marry me & she introduces you to her husband.-“That’s Demand & Supply Gap”
6) Before you say I’m rich, marry me, your wife arrives.-“that’s the restriction from Entering a new market”

ফ্রিতে ৬ মাসে কিভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন

একদিন আমার কলেজের শেষের দিকের ফল সেমিস্টারের শুরুতে আমি বুঝতে পারলাম অনেকটা আকস্মিক ভাবেই যে আমার মধ্যে সব চেয়ে মূল্যবান দক্ষতাগুলোর কিছু কমতি রয়েই যাচ্ছে । যদিও সে সময় ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যপারে আমি কিছুই জানতাম না ।

যেভাবে আমি শুরু করেছিলাম আমার কাজ গুলো এবং তা থেকে আমার যা অভিজ্ঞতা হয়েছে তাতে আমি বুঝলাম যে আমি আসলে মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তেমন কিছু জানি না (অবশ্য অনেক কিছু জানিও সেই সাথে) সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম গ্রাজুয়েশনের আগেই আমাকে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার এই বিষয় সম্পর্কে পুরোপুরি ভাবে দক্ষতা অর্জন করতে হবে।

তারপরের কয়েক মাস আমি ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে সব কিছু জানতে সময় কাটাতে থাকলাম । তিনমাসের মধ্যে আমি একটি লোকাল কোম্পানির কিছু কাজ পেয়ে গেলাম ।

চার মাসে আমি আরেকটি কোম্পানির  কনটেন্ট টিমে ইন্টার্ন শিপ শুরু করলাম। আমার ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স শুরুর দিন থেকে মাত্র নয় মাস পর একটি বড় কোম্পানি  আমাকে ডেকে নিল তাদের ব্লগ লেখার জন্য এবং লিড মার্কেটিং করার জন্য।

আমি কনটেন্ট মার্কেটিং সম্পর্কে অল্প বিস্তর জানলাম এইভাবে কিন্তু আমি ৯০% এর বেশি শিখেছি ঐ মাস গুলিতে। এটা অনেকটা জ্ঞান অর্জনের ঝটিকা সফরের মত ধরা দিয়েছিল যা কিনা উৎপত্তি হয়েছিল আমার তীব্র জানার আকাঙ্ক্ষা থেকে যার ফলে আমি পরবর্তী দু বছর কাজ করতে সক্ষম হয়েছিলাম।

কিছু পরামর্শ

অনেক পাঠক, ছাত্রছাত্রী এবং আরও অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে কিভাবে তারা ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন বা ডিজিটাল মার্কেটিং শিখবেন। কারণ এইটা এমন একটা অনলাইন জায়গা যা ভুল স্পামী তথ্য এবং অগুনিত ই-বুকে বিধ্বস্ত এবং খুবই কঠিন এইটা বুঝতে পারা যে কোথা থেকে শুরু করা যায় এবং কি শেখা যায় তা খুঁজে পাওয়া।

আমি ডিজিটাল মার্কেটিং কোর্স ব্যপারে এই লেখায় একটা ফরমেট তৈরি করে, সবার সাথে এইখানে শেয়ার করতে চাইছি যাতে বাকিরাও অনুপ্রেরণা পায় এবং তাদের সুবিধা হয় বুঝতে ।

এইটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনারা একেবারে সস্তায় এবং নিজস্ব প্রোজেক্ট দ্বারা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পন্ন করতে পারবেন । আমি এইটা আশা করতে বলবো না যে এই গেইম প্লান আপনারা করে নিজেদের একেবারে জিরো থেকে ডিজিটাল মার্কেটারের শীর্ষস্থানে যাবেন তা তখনই সম্ভব যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম করবেন এবং বিভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখবেন ।

বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্সঃ পর্যায়ক্রমিক ধাপসমূহ

প্রথম ধাপ: আপনার প্রাথমিক লক্ষ্য খুঁজে নিন (দশ মিনিটে)

ডিজিটাল মার্কেটিং কি? বলতে বোঝায় যে,আপনি আপনার ওয়েবসাইটের জন্য সকল মানুষ বা ভিজিটর পেতে এবং তাদের পুনরায় ফিরে পেতে যে যে কৌশলগত কাজ গুলো অনুসরণ করেন সেইসব কিছু। আমরা এটাকে তিন টা ভাগে বিভক্ত করতে পারি …

বিস্তারিত দেখতে এই লিংক ভিজিট করুন।

ফ্রিতে করতে পারেন এই ৫টি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স

আপনি যেই পেশাতেই থাকুন না কেন, ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি অনলাইনে কাজ কিংবা ব্যবসা করে থাকেন, তাহলে এই কোর্স করা আপনার জন্য আবশ্যক। বর্তমানে প্রায় সব ধরণের কোর্সই অনলাইনেই করা যায়। আর সেগুলোর মাঝে ডিজিটাল মার্কেটিংও রয়েছে।

 

ডিজিটাল মার্কেটিং শেখার লাভ সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত আছেন। ব্যবসা বাণিজ্যের একটা বিশাল অংশ এখন ডিজিটালি নিয়ন্ত্রণ করা হয়। তাই, এই সেক্টরে দক্ষদের দারুণ চাহিদা তৈরি হচ্ছে। আপনিও যদি ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হয়ে নিজের দূর্দান্ত ক্যারিয়ার গড়তে চান, তবে আপনাকে অবশ্যই কিছু কোর্স করে নিতে হবে।

অনলাইনে ফ্রি এবং প্রিমিয়াম ২ ধরণের কোর্স করা যায়। আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকে, সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হল ফ্রি কোর্সগুলো করা। এর ফলে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাব। এছাড়া, পরবর্তীতে কোন প্রিমিয়াম কোর্সে অংশগ্রহণ করলে সহজেই শিখে নিতে পারবেন।

উপরের বিষয়গুলো মাথায় রেখে, আজকে আমরা ফ্রিতে করা যায় এমন ৫টি ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে হাজির হলাম। এখানে দেয়া সবগুলো কোর্স আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। কোর্সগুলো আপনার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল বহুগুণে বৃদ্ধি করবে। ডিজিটাল মার্কেটার হতে চাইলে কিছু বিশেষ দক্ষতা অর্জণ করা দরকার যা আপনি এই সব কোর্সগুলো থেকে জানতে পারবেন।

বিস্তারিত দেখতে এই লিংক ভিজিট করুন।

বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড প্রশ্ন এবং উত্তরঃ

বাইটকোডসফট সাপোর্ট চ্যানেলে প্রায়ই প্রশ্ন আসে যে “আমি আপনার কোর্স করে টাকা ইনকাম করতে পারব কিনা”?

আমরা খুব দুঃখের সাথে উত্তর দেই যে টাকা উপার্জন করানোটা কখনোই আমাদের উদ্দেশ্য নয়। তাহলে আমাদের এই প্রচেষ্টার নাম হত “বাড়ি বসে বড়লোক”, কিংবা “লার্ন অ্যান্ড আর্ন” কিংবা “টাকা দিন কাজ নিন”। কিন্তু না, আমাদের এই প্রচেষ্টার নাম “লার্ন উইথ বাইটকোডসফট.কম”। আমাদের প্রথম উদ্দেশ্য যাতে আপনারা প্রোপারলি শিখতে পারেন। শেখার জন্য যে আমাদের কোর্সগুলোই আপনার করতে হবে তা নয়, একদমই নয়। ইন্টারনেটে অনেক ভালো রিসোর্স আছে, অনেক টিউটোরিয়াল আছে। যার ৯৯% ইংলিশে। বাংলায় যে ভালো রিসোর্স নেই তা নয়, কিন্তু খোঁজা লাগে অনেক। আবার ভালো যেগুলো, সেগুলোর মাঝে অনেকগুলোই ইনকমপ্লিট বা পরিপূর্ন নয়, কিংবা টার্গেট অডিয়েন্স একটু ডিফারেন্ট। ইংলিশ রিসোর্স গুলো নিয়ে অনেকের সমস্যা হল যে আমাদের মাঝে কম্যুনিকেশন গ্যাপ অনেক, আমরা অনেকেই ইংলিশ টাকে ঠিক হজম করতে পারি না। কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু এই ইংলিশ রিসোর্সগুলো থেকে খুবই ভালো ভাবে স্কিল ডেভেলপ করা যায়।

লার্ন উইথ বাইটকোডসফট.কম থেকে আমাদের লক্ষ্য হল একদম গোছানোভাবে, খুব সহজেই যাতে যে কেউ বুঝতে পারে এরকম করে বাংলায় কোয়ালিটি লার্নিং ম্যাটেরিয়ালস তৈরী করা। আমরা সেই কারনে প্রচুর সময় দেই কোর্স কনটেন্ট বা ফ্লো অ্যানালাইসিসে, কিংবা কিভাবে এগোলে আপনাদের জন্য বোঝা সহজ হবে সেই ভাবে এগোতে। আপনাদের কাছ থেকে কিছু বিনিময় মূল্য নিতে হচ্ছে আমাদেরকে, কিন্তু এই বিনিময় মূল্যের বদলে আপনি কিন্তু কোর্সের পাশাপাশি আরও কিছু জিনিস পাচ্ছেন, সেটা হল আমাদের সাপোর্ট, এবং আপনাকে শেখানোর জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা, এবং আপনাদের জন্য একদম ডেডিকেটেড ভাবে আমাদের দেয়া সময়।

আপনারাই লার্ন উইথ বাইটকোডসফট.কমের সব। আমরা সবসময়ই আশা রাখি আমাদের কোর্সগুলো আপনাদের শেখানোর জন্য চমৎকার একটা ভূমিকা রাখবে। আপনি “ঘরে বসে বড়লোক” হওয়ার বদলে ঘরে বসে শেখার জন্য যে আগ্রহ দেখিয়েছেন, সেটাই যেন আপনাকে এগিয়ে নিয়ে যায় অনেকদুর। মনে রাখবেন, শুধু টাকা পয়সার উপার্জনের জন্য শিক্ষা হলে সেই শিক্ষা পরিপূর্ন হয় না, সেই শিক্ষার জন্য কোন দরদ থাকে না, এবং সেই শিক্ষা দিয়ে আপনি যেই কাজ করবেন সেটার জন্যও কোন দরদ তৈরী হয় না। বরং আপনার সামগ্রিক যে সম্ভাবনা ছিল, সেটা নষ্ট হয়ে যায়। অল্প লাভে তুষ্ট হয়ে বিরাট লাভ থেকে বঞ্চিত থাকেন। কিন্তু শিক্ষা যখন পরিপূর্ন হয় শেখার জন্য যখন কোন কিছু শেখা হয় তখন টাকা-পয়সা উপজাত বা বাই-প্রোডাক্ট হিসেবে এমনিতেই আপনার কাছে ছুটে আসবে। কোন কিছু তে স্কিলড হলে দেখবেন আপনার কখনো কাজের অভাব হবে না 🙂

লার্ন উইথ বাইটকোডসফট.কমের সাথে আপনার শেখাটা আনন্দদায়ক হোক, পরিপূর্ন হোক – এইটাই আমাদের কামনা।

ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে সেরা উপায় কোনটা?

ইন্সটিটিউশনে ভর্তি হয়ে যাবো? নাকি কোনো বড় ভাইয়ের থেকে শিখবো? নাকি অনলাইনে কোর্স করবো? কোনটা? কীভাবে শিখবো?

এই প্রশ্নের অনেকগুলো উত্তর হতে পারে! তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই!

ডিজিটাল মার্কেটিং ফ্রিতে শেখা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হবে। আপনার কাছে যদি সময় থাকে, আপনার কাছে যদি সময়ের মূল্য না থাকে, তাহলে আপনি সময় ব্যয় করে সম্পূর্ণ ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।

আর যদি আপনার সামনে কোনো লক্ষ্য থাকে, কোনো মিশন থাকে, আপনি যদি সবকিছু ছেড়ে দিয়ে ‘ডিজিটাল মার্কেটার’ হিসেবে ক্যারিয়ার গড়তে চান; তাহলে অর্থ ব্যয় করুন। অন্তত ৫ হাজার টাকা হলেও অর্থ ব্যয় করুন।

এখন প্রশ্ন হচ্ছে, ইন্সটিটিউশনে বা বড় ভাই-বোনের বাসায় গিয়ে শিখলে (লার্ন উইথ বাইটকোডসফট.কমে/ক্রিয়েটিভ আইটি ইত্যাদি) সুবিধা হচ্ছে, আপনি বাংলায় শিখতে পারছেন আর কোনো প্রশ্ন করলে সেটার উত্তর সরাসরি পাচ্ছেন!

আর, ঘরে বসে ভিডিও দেখলে সুবিধা হচ্ছে, আপনি ইংরেজিতে ভিডিও দেখার ফলে আপনার ইংরেজিটার প্র্যাকটিসও হবে। আর ইংরেজিতে ভালো না হলে আপনি মার্কেটপ্লেসে কাজও ঠিকমতো করতে পারবেন না। আর সরাসরি প্রশ্ন করার অপশন না থাকায় এটা নিয়ে ভাবার সময় পাবেন, চিন্তা করতে পারবেন। যা আপনার চিন্তাশক্তির পাশাপাশি নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করবে!

আরো ৬-৭ বছর পুর্বে যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখছিলাম, তখন আমার আশেপাশে সবাই পড়ালেখা আর রেজাল্টের চিন্তায় বিভোর হয়ে ছিলো। একটা ল্যাপটপ, কিছু টাকা আর সারাদিন ইন্টারেন্টে পড়ে থেকে, বছর শেষে বেশ ভালো ধারণা পেতে শুরু করেছিলাম।

প্রফেশনালি কাজ করতে শুরু করি ৮ বছর হয়ে গেছে। আমি তেমন কারো সাহায্য পাই নি। রাতের পর রাত আমার রুমে বসে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতাম, অনলাইন কোর্স। অনলাইন কুইজে অংশ নিতাম, নিজের কমফোর্ট জোনকে চ্যালেঞ্জ করতাম।

ইংরেজিতে কথা বলতে চাইতাম, পারতাম না ততটা। সবসময়েই বাইরের চিন্তা মাথায় থাকতো। সবসময়েই মনে হতো যে, দরকার কি এগুলো শেখার?! এগুলো তো কাজে আসবে না! যেমন, ইংরেজিতে আমরা ট্রান্সফর্মেশন পরেছি, ভয়েস চেঞ্জ করা শিখেছি; কাজে লেগেছে এখন পর্যন্ত?!

বহু পন্ডিত গ্রামারে হাজারটা নিয়ম মুখস্থ করে নিজেকে ব্রহ্মদেব বলে মনে করতো। তারা কি করছে জানেন? তারা এখন ইংরেজি শিখছে।

এগুলো কাজে আসে না, সত্যিকার অর্থে। যতটা দরকার ততটা শিখুন, যতটা কাজে লাগে ততটা শিখুন।

মার্কেটিং শেখার জন্য সেরা পদ্ধতি যেটা আমি রেকমেন্ড করি, সেটা হচ্ছে; অনলাইনে ইংরেজি ভিডিও কোর্স দেখা। মাত্র ৫০০০ টাকায় ৪০-৫০ টা ভিডিও কোর্সের প্যাকেজ কিনে নিয়ে ইচ্ছেমতো দেখুন যেখানে আটকাবেন সেটা নিয়ে ভাবুন। সেটা নিয়ে গবেষণা করুন!

টাকা থাকার পরেও অনেকে শিখতে পারেন না কারণ কি জানেন? কারণ তারা সঠিক প্রসিডিউর জানেন না!

আমি তাই সবসময়েই বলি,
সঠিক প্রসিডিউর আপনার সমস্যার ৪০ ভাগের সমাধান করে দেবেন! বাকিটুকু আপনার ইচ্ছে, অর্থ, ধৈর্য আর শেখার আগ্রহের উপর নির্ভর করছে!

আপনি চাইলে আমাদের থেকেই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের প্যাকেজ নিয়ে নিতে পারেন। যদি নিতে চান, তাহলে নিচে কমেন্ট করতে পারেন! এই ৫০টা কোর্সের মধ্যে প্রায় সবকিছুই কাভার করা আছে ডিজিটাল মার্কেটিংয়ের! তো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য নিচ্ছেন প্যাকেজটা? কমেন্টে জানান!

কত দিনের জন্য মেম্বারশিপ এক্সেস পাবো?

কোর্স এক্সেস সব সময় থাকবে। তবে সারাজীবন বলা ঠিক হবে না। আর গ্রুপে আপডেট আসবেই।

কোন ইনকাম গ্যরান্টি আছে কি? 

না। তবে কোর্স অনুযায়ী কাজ করলে ইনকাম আল্লাহ্‌ চাইলে কেউ ঠেকাতে পারবে না 🙂

পার্ট-টাইম – বা ঘরে বসে কি করতে পারবো ? 

অবশ্যই করতে পারবেন। এবং কোর্স তা সেভাবেই সাজানো যাতে সবাই সব জায়গা থেকে করতে পারে।

সরাসরি অফিসে এসে কোর্স কিনতে পারবো? 

অবশ্যই পারবেন, আমাদের ওয়েবসাইটে দেয়া ঠিকানায় এসে কিনতে পারেন।

ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সম্পর্কিত আরো বিস্তারিত প্রশ্ন ও উত্তর দেখতে এখানে ক্লিক করুন

ডিজিটাল মার্কেটিং কিংবা প্রমোশনের ক্ষেত্রে ১০টি বড় ভুল!

১) মার্কেটিংটা বাসের সেলসম্যান টাইপভাবে করি। যা ব্রান্ডের ভ্যালুটা নষ্ট করে দেয়।

পরামর্শঃ আপনার মার্কেটিং টেকনিক কারোর বিরক্তির কারণ হয় কিনা, সেই বিষয়ে সব সময় লক্ষ্য রাখুন।

২) মার্কেটে কম্পিটিটরদের অ্যানালাইস না করেই মার্কেটিং শুরু করে দেয়। সেজন্য পরিকল্পনাহীন মার্কেটিং চোখে পড়ে।

পরামর্শঃ কম্পিটিটরদেরকে অ্যানালাইস করা ছাড়া মার্কেটিং প্লান করলে সেই মার্কেটিংয়ে খরচটা বেড়ে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট বের হবেনা। সেজন্য কম্পিটিটিরদেরকে অ্যানালাইস করে ঠিক করুন, কোন কোন জায়গাতে মার্কেটিং করবেন, কোন কোন অস্ত্র ব্যবহার করবেন।

৩) প্রমোশনাল কনটেন্টের অতিরিক্ত ব্যবহার ব্রান্ডিংয়ের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু আমাদের দেশে এ ধরনের কনটেন্টকেই মার্কেটিং মনে করে।

পরামর্শঃ আপনার কনটেন্ট মার্কেটিংয়ে ৩০% হবে প্রমোশনাল কনটেন্ট, বাকি ৭০% হবে অন্যান্য কনটেন্ট। সকলকে এ পরামর্শ দেওয়ার পরও কেউ ১০০% প্রমেশনাল কনটেন্ট পোস্ট করার লোভ সামলাতে পারেনা।

৪) মার্কেটিংয়ের সবচাইতে বড় সম্পদ হচ্ছে কনটেন্ট। এটুকু অনেকেই মানলেও কনটেন্ট তৈরিতে যে পরিকল্পনা করতে হয়, সেটি নিয়ে অনেকেই মাথা ঘামায়না। সেই কারনে প্রচুর কনটেন্ট তৈরি করা হয়, কিন্তু কনটেন্টগুলো হতে খুব বেশি লাভবান হতে পারেনা।

পরামর্শঃ  আর্টিকেলের বাকি অংশ পড়তে এই লিংক দেখুন।

আর্টিকেলের বাকি অংশ পড়তে এই লিংক দেখুন। 

গেরিলা মার্কেটিং

আমি আমারই উধাহারন দিয়ে বলছি। মারিশ্যা হলো খাগড়াছড়ি থেকে ৪০-৫০ কিমি হবে। ওটাই বাংলাদেশের শেষ সিমানা।আমার দেখা মতে বাংলাদেশের সব থেকে ভয়ংকর এলাকা। আমার প্লান ছিল আমি মারিশ্যা যাব। যথারীতি রওনা দিলাম অফিসার এর মোটরসাইকেল করে। ২৫-৩০ কিমি পর বিজিবি চেক পোস্টে নাম এন্ট্রি করে ১০ কিমি পর একটা ছোট হোটেলের সামনে অফিসার বাইক থামাল। ওই হোটেল নাকি মারিশ্যা যাওয়ার ইনফরমেশন দিবে।আমরা জিজ্ঞাসা করালাম যে, মারিশ্যা যাওয়া যাবে কি না। উনারা বলল,এখন যাওয়া যাবে না। ইচ্ছা করলে ফিরে যেতে পারেন অথবা অপেক্ষা করেন। আমরা ১ ঘন্টা অপেক্ষা করলাম। তারপর উনারা বলল,এখন মারিশ্যা যেতে পারেন। আমি রওনা দিলাম।মারিশ্যায় ঢুকেই দেখলাম সব নরমাল। ওখানে এক ডিলার ছিল।উনাকে জিজ্ঞাসা করলাম যে, আমাদের ভুল ইনফরমেশন দিয়ে কেন অই হোটেলের লোক অপেক্ষা করালো? উনি বলল, কিছুক্ষণ আগেই এখানে পাহাড়িরা এসে গোলাগুলি করে গিয়েছে। কেউ মরে নাই কিন্তু অবস্থা খারাপ ছিল।উনার সাথে ব্যাবসার কিছু কথা বলেই চলে আশলাম।

মূলকথাঃ আমার প্লান ছিল মারিশ্যা যাওয়ার। মার্কেট ভিজিট করার। সেল বাড়ানোর প্লান করা।আমাদের পন্য কেমন ব্যাবহার হয় তা জানা। পাহাড়ের মানুষের পন্য কেনার খুটিনাটি বোঝা।আমি যদি ভয়ে ফেরত আশতাম তাহলে আমার কাজ হতো না। গেরিলা মার্কেটিং ও তাই।সিচুয়েশান যাই হোক না কেন,কোম্পিটিটর যতই শক্তিশালী হোক না কেন, আপনার কাজ হবে ওই মার্কেটে এন্ট্রি করা। এটাই হলো গেরিলা মার্কেটিং। যারা গেরিলা মার্কেটিং করবে তারা কোন ধরনের সমস্যায় পিছিয়ে যাবে না।

আরো পড়তে পারেনঃ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা।

ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং টেকনিক সমূহ

২০২০ সালে আগের কিছু ডিজিটাল মার্কেটিং টেকনিক এবং ট্রেন্ডেকেও আরেকটু আধুনিক এবং নান্দনিক উপায়ে মানুষের কাছে উপস্থাপন করা হবে, যেমনঃ

চ্যাট রোবটঃ
এই ধারনাটি অনেক আগের হলেও এটাকে বর্তমানে অনেক ওয়েবসাইটই নান্দনিক উপায়ে উপস্থাপন করছেন। ভিজিটরদের আচরণের উপর ভিত্তি করে প্রতিনিয়ত আপডেট হচ্ছে এই চ্যাট রোবট। এর একটি চমৎকার উপদাহরন হচ্ছে রকমারির ওয়েবসাইটটি। সেখানে ভিজিট করলেই একটি চ্যাট উইন্ডো খুলে যাবে এবং নবনী নামের একটি চ্যাট রোবট আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকবে।

ভয়েস সার্চঃ
ভয়েস সার্চ আগে থাকলেও বর্তমানে যেহেতু আলেক্সা, সিরি এবং আমাজনের মত ভয়েস এসিস্টেন্ট যত বেশি জনপ্রিয় হচ্ছে ততটাই এই ভয়েস সার্চের উপর জোর বাড়ছে।

ভিডিও মার্কেটিংঃ
বর্তমানে ভিডিওর প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি। আর তাই এই ভিডিও মার্কেটিংয়ের জনপ্রিয়তাও দিন দিন বেড়েই চলেছে।

পুরানো ডিজিটাল মার্কেটিং টেকনিক এবং ট্রেন্ডকে নতুন আঙ্গিকে নিয়ে আসা হলেও বেশ কিছু নতুন ডিজিটাল মার্কেটিং টেকনিক এসেছে যা আগে তেমন একটা ব্যবহার করা হয়নি। আসুন তাহলে জেনে নেই নতুন সেই সব আকর্ষণীয় টেকনিক সম্পর্কেঃ

বিস্তারিত পড়তে এই লিংক ক্লিক করুন।

বেস্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড রিসোর্স

এখনো কোন প্রশ্ন আছে? অথবা আমাদের সাথে কথা বলতে চান?

তাহলে নিচের ফরমটি পুরন করুন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো, ইংশাআল্লাহ! আপনি আমাদেরকে +88 01609 820094 / +88 01737 196 111 এই নাম্বারে কল করতে পারেন, অথবা ইমেল করতে পারেন info@bytecodeit.com এই ইমেলে, আমরা আপনাকে কোনভাবে সাহায্য করতে পারলে খুশি হব, ধন্যবাদ ।

    Your Name (required)

    Your Email (required)

    What services are you interested in? (required)

    Your Message

    বাইটকোডসফট.কম এর সার্ভিস সমূহঃ

    Request for Call Back

    Still, have questions or want to get a call?